Blog Single

27 Mar

আপনি কি একজন উদ্যোক্তা ? আপনার কি ওয়েবসাইট প্রয়োজন? ওয়েবসাইট বানানোর জন্য ডেভেলপার খুঁজছেন?

প্রতিটি নতুন উদ্যোগ বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট থাকাটা অন্তত জরুরী । একেকটা ওয়েবসাইট একেকটা উদ্যোগ বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। বিশ্বের অনেক প্রতিষ্ঠানেরই নিজস্ব ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ তাদের ব্যাপারে বিস্তারিত জানতে পারে। এছাড়া বর্তমানে ইকমার্স বা অনলাইন বিজনেসের মূল ভিত্তিই হলো ওয়েবসাইট। কিন্তু ডোমেইন-হোস্টিং, থিম, প্লাগিন, ওয়েব ডেভেলপার ইত্যাদির চার্জ মিলিয়ে ওয়েবসাইট বানানোটা অনেক নতুন উদ্যোক্তার জন্যই ব্যয়বহুল হয়ে পড়ে। আর তাই আমরা এসেছি নতুন উদ্যোক্তাদের জন্য সর্বনিম্ন মূল্যে তাদের চাহিদা অনুযায়ী ওয়েবসাইট তৈরি করে দিতে শুধু মাত্র আমাদের কাছেই পাবেন সব চেয়ে সাশ্রয়ী মূল্যে আপনার মনের মত ওয়েবসাইট । ১০০০০ টাকা থেকে শুরু , তো আপনিও যদি আপনার প্রতিষ্ঠান এর জন্য ওয়েব সাইট করতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ।

আরো জানতে ম্যাসেজ করুন আমাদের ফেসবুক পেজ SolutionPro এ সেখানে থেকে সরাসরি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও চাইলে 01400007027 নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর চাইলে মেইল করতে পারেন support@solutionprobd.com এই ঠিকানায় ।

Related Posts

Leave A Comment